প্রথম তিব্বত সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন ডেস্ক

চীনের স্বায়ত্বশাসিত ও বিতর্কিত অঞ্চল তিব্বতে সফর করেছেন শি জিনপিং। ৩০ বছর পর দেশটির কোন রাষ্ট্র প্রধানের তিব্বত সফর।

বুধবার থেকে শুক্রবার তিনদিনের সফরে শি বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলটির বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। তিব্বতে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সফরের বিষয়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিসিটিভি'র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শি জিনপিংকে তিব্বতে লালগালিচা সংবর্ধনা জানানো হয়।

 

আরও পড়ুন:


স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী আগস্টের কর্মসূচী ঘোষণা

জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

রেকর্ড গড়েই টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতলেন চীনা তরুণী

বৃষ্টিপাতে ভারতের গোয়ায় ধস, ট্রেন লাইনচ্যুত (ভিডিও)


পরে তিনি লাসায় পোটালা প্রাসাদ স্কয়ার ও এর সংলগ্ন বৌধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন। তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা এই আশ্রমের এক সময়কার প্রধান ছিলেন। তবে হঠাৎ তিব্বতে সফরের কারণ ও এর বিষয়বস্তু নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

news24bd.tv নাজিম