আফগানিস্তানে তালেবানদের সহিংসতা থামাতে কারফিউ জারি

আফগানিস্তানে তালেবানদের সহিংসতা থামাতে কারফিউ জারি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে তালেবানদের সহিংসতা থামাতে দেশটির ৩৪টি জেলার ৩১ টিতেই নৈশকালীন কারফিউ জারি করেছে সরকার। শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, জেলাগুলোতে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। শুধুমাত্র রাজধানী কাবুল, নানগাহার এবং পাঞ্জসির প্রদেশ এর বাইরে থাকবে।

আরও পড়ুন:

বাড্ডায় লরির ধাক্কায় যুবকের মৃত্যু

শুক্রবার: জুমার দিনের বিশেষ সম্মান ও মর্যাদা

মুম্বাই পুলিশের জেরার মুখে শিল্পা

সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত

দিনে তালেবানদের নিয়ন্ত্রণে রাখতে পারলেও রাতে তাদের কার্যক্রমে বাধা দিতেই কঠোর অবস্থান নিয়েছে আশরাফ ঘানি প্রশাসন। বিদেশী সেনা প্রত্যাহারের শেষ দিকে তালেবানরা আফগানিস্তানের একের পর এক এলাকা ও জেলা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে।

পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং এবং বন্দর হামলা চালিয়ে দখল করছে তারা। প্রতিদিনই আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ হচ্ছে দেশটিতে।

news24bd.tv রিমু