চীনে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৮

চীনে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৮

অনলাইন ডেস্ক

করোনাকালে চীনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।  

গেলো একশ বছরের মধ্যে এতো বড় বন্যা আর হয়নি দেশটিতে।

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পানিবন্দি রয়েছেন প্রায় ১২ লাখেরও বেশি মানুষ। এরই মধ্যে কয়েক লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

উদ্ধার অভিযানে তৎপরতা বাড়াতে উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছে দেশটির সেনাবাহিনী।

তবে, শিগগিরই পরিস্থিতির উন্নতি দেখছে না কর্তৃপক্ষ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশটির হেনান প্রদেশে। হেনান প্রদেশে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হেনান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক লি চাংজুন জানান, "সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আমাদের আগেই সতর্ক হতে হবে। বাড়তি প্রস্তুতি নিতে হবে। হেনান প্রদেশের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। "

আরও পড়ুন:

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে

টি-স্পোর্টসে আজকের খেলা

সিরাজগঞ্জে তিন দিনের ব্যবধানে একই পরিবারের তিন জনের মৃত্যু

চীনে গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

এদিকে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় চেষ্টার কমতি রাখছে না চীন সরকার।  

উল্লেখ্য, ১৬ জুলাই থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিকেরও বেশি মানুষ। তলিয়ে গেছে প্রায় এক হাজার ৫০০টি গ্রাম। ১৩৭টি জেলা। ধ্বংস হয়ে গেছে ১০ কোটিরও বেশি স্থাপনা। নগরীর পাতাল রেল ডুবে যাওয়ায়, ট্রেনের ভেতর আটকা পড়ে ডজন খানেক মানুষের মৃত্যু হয়। যোগযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ পর্যালোচনা করে আরও উন্নত করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার।

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক