বাংলাদেশসহ চার দেশের সঙ্গে বিমান বন্ধের মেয়াদ বাড়াল আরব আমিরাত

বাংলাদেশসহ চার দেশের সঙ্গে বিমান বন্ধের মেয়াদ বাড়াল আরব আমিরাত

অনলাইন ডেস্ক

বাংলাদেশসহ চার দেশের সঙ্গে আগামী ২৮ জুলাই পর্যন্ত বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় দেশটি।  

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় করোনো পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ২৮ জুলাই পর্যন্ত দেশগুলোর সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। "

উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ১২ মে মাস থেকে বাংলাদেশ, ভারত ,পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত।

পরে কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। সবশেষ ২৮ জুলাই পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন:

চীনে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৮

টি-স্পোর্টসে আজকের খেলা

সিরাজগঞ্জে তিন দিনের ব্যবধানে একই পরিবারের তিন জনের মৃত্যু

এদিকে, বিমান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশে এসে আটকা পড়েছেন অনেকে।

এতে চাকরি হারানোসহ নানা শঙ্কার মধ্যে পড়েছেন তারা।

news24bd.tv রিমু