করোনা: নারায়ণগঞ্জে একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬

করোনা: নারায়ণগঞ্জে একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। আজ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য জানান।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩৫টি।

নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ। নারায়ণগঞ্জে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৫৫ জন এবং এপর্যন্ত মারা গেছেন ২৫০ জন।

আরও পড়ুন:


চীনে গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

হাইতি প্রেসিডেন্টের সৎকার অনুষ্ঠান থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল


তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২১, রুপগঞ্জ উপজেলায় ৯, সদর উপজেলায় ৬৩ ও সোনারগাঁ উপজেলায় ২১ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও ১০০ জন।

এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৬ জন।

news24bd.tv নাজিম