বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

অনলাইন ডেস্ক

সারাদেশে চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের আজ তৃতীয়দিন চলছে। এদিনে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। ফেরি চলাচল আগের তুলনায় সীমিত করায় গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। এর মধ্যে কোনো স্বাস্থ্যবিধি মানছেন না  তারা।


আরও পড়ুন:

মানহানি মামলা লইয়া দেশে এক প্রকার নৈরাজ্য চলিতেছে

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

হাইতি প্রেসিডেন্টের সৎকার অনুষ্ঠান থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল


আজ রোববার ঘাট এলাকায় দেখা যায়, বিধিনিষেধে শিমুলিয়া-বাংলাবাজার রুটে আটটি ফেরি চলছে। যেগুলোতে ঢাকামুখী যাত্রীর চাপ অনেক বেশি। মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি অধিকাংশকেই। যাত্রীরা কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে বিভিন্ন ছোট যানবাহনে চড়ে ঘাটে আসছে।

news24bd.tv/এমিজান্নাত