অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেন দেশে এসেছে

অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেন দেশে এসেছে

অনলাইন ডেস্ক

ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে প্রবেশ করেছে। ট্রেনটি খালাসের অপেক্ষায় রয়েছে। আজ  রোববার আনুমানিক বেলা পৌনে ১১টায় ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেনটি এসেছে। সেখান থেকে খালাস করে লরিতে করে ঢাকা নেওয়া হবে বলে তথ্য দিয়েছে রেল ও স্বাস্থ্য অধিদফতর।

এর আগে গতকাল শনিবার সকাল ১০টায় ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে দশ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টার দিকে ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।


আরও পড়ুন:

বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

মানহানি মামলা লইয়া দেশে এক প্রকার নৈরাজ্য চলিতেছে

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর


শনিবার ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

গত এপ্রিলে ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ শুরুর পর রাজ্যে রাজ্যে অক্সিজেনের ভয়াবহ সংকট দেখা দেয়। এর মধ্যে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ রাজ্যগুলোয় অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ এই ট্রেন চালু করেছিল।

news24bd.tv/এমিজান্নাত