করোনা: মৌলভীবাজারে ৩ জনের মৃত্যু

করোনা: মৌলভীবাজারে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৩ জন।

আজ দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এসব তথ্য জানান।

তিনি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১০২  জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছেন।

শনাক্তর হার ৩২ দশমিক ৫ শতাংশ। এই হার এর আগে ৪৩ দশমিক ৫৯ শতাংশ ছিল, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭১৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৯৮ জন সুস্থ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ৩ জন।
  

আরও পড়ুন:


প্রতি মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে: স্বাস্থ্যমন্ত্রী

নামের সাথে লীগ জুড়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: কাদের

করোনা: খুলনা বিভাগে একদিনে ৪৫ জনের মৃত্যু


নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৭ জন, শ্রীমঙ্গলের ৩ জন, কুলাউড়ার ১১ জন, কমলগঞ্জে ৪ জন ও রাজনগরে ৮ জন। জুড়ী ও বড়লেখায় নতুন শনাক্ত নেই। এ নিয়ে জেলায় ৪ হাজার ৭১৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।   

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৮জনের মধ্যে জুড়ীর ১২ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ২১ জন, বড়লেখার ৪০ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৬ জনে।  

news24bd.tv নাজিম