প্রতিবন্ধী শিশু পাপের ফল: এই বার্তার জন্যই সরিয়ে ফেলা হলো নিশো-মেহজাবীনের নাটক

প্রতিবন্ধী শিশু পাপের ফল: এই বার্তার জন্যই সরিয়ে ফেলা হলো নিশো-মেহজাবীনের নাটক

অনলাইন ডেস্ক

এসময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’ সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব থেকে। দর্শকদের একটি অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।

নিশো এ নাটকে অভিনয় করেছেন গাড়িচালকের চরিত্রে, আর মেহজাবীন গৃহপরিচারিকার ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই শুরু হয়  সমালোচনা।

সেখানে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু পাপের ফল।


আরও পড়ুন:

অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেন দেশে এসেছে

বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

মানহানি মামলা লইয়া দেশে এক প্রকার নৈরাজ্য চলিতেছে

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে


বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং উঠেছে বিতর্ক। এছাড়া নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপেও সমালোচনা হচ্ছে।

এ বিষয়ে নাটকটির নির্মাতা রুবেল হাসান সবার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সেই সঙ্গে বলেন, উপলব্ধি করেছি বলেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। এখন নাটকটির প্রয়োজনীয় সংশোধন চলছে।

news24bd.tv/এমিজান্নাত