ভ্যাকসিন নিয়ে উপহাস করা সেই ব্যক্তির করোনায় মৃত্যু

ভ্যাকসিন নিয়ে উপহাস করা সেই ব্যক্তির করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডাক্তার-বিজ্ঞানীরা দিনরাত এক করে দিচ্ছেন। অল্প সময়ের মাঝেই আবিষ্কার হয়েছে ভ্যাকসিন। আর শ্রেণির মানুষ এসব নিয়ে উপহাস করছে। ভুয়া ধর্মীয় বিধান দিয়ে করোনাভাইরাস এবং ভ্যাক্সিনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তেমনই এক ব্যক্তির মৃত্যু হলো করোনায়। যিনি কভিড ভ্যাকসিন নিয়ে উপহাস করে আলোচিত হয়েছিলেন।


আরও পড়ুন:

প্রতিবন্ধী শিশু পাপের ফল: এই বার্তার জন্যই সরিয়ে ফেলা হলো নিশো-মেহজাবীনের নাটক

অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেন দেশে এসেছে

বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

মানহানি মামলা লইয়া দেশে এক প্রকার নৈরাজ্য চলিতেছে


স্টিফেন হারমন নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত বুধবার করোনা রিজিওনাল মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন। সেই সঙ্গে সবাইকে প্রার্থনা করতেও আহ্বান জানান।

সূত্র: দ্য ডেইলি মেইল।

news24bd.tv/এমিজান্নাত