ফুলবাড়িয়ায় হাতকড়াসহ পালানো আসামি সাড়ে পাঁচ ঘণ্টা পর গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় হাতকড়াসহ পালানো আসামি সাড়ে পাঁচ ঘণ্টা পর গ্রেপ্তার

Other

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর মিজানুর রহমান ভুট্রো (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়িয়া থানা-পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় এলাকাবাসী ধস্তাধস্তি করে ওই আসামিকে ছিনিয়ে নেয়। উপজেলার পুটিজানা ইউনিয়নের বিড়ালশাখ বুইদ্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুট্রো একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি আরও জানান, ভুট্রোকে গ্রেফতার করার জন্য পুলিশ সোর্সকে নিয়ে এসআই এ.এইচ.এম মোকতাদেরুল হাসান সিভিল পোশাকে আসামি গ্রেপ্তার করতে যান। আসামিকে বাড়ির দক্ষিণের পুকুরপাড় থেকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ালে পুকুরে লাফ দেয়। এ সময় মিজানের বাম পা ভেঙ্গে
যায়। খবর পেয়ে এলাকাবাসী পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিয়ে যায়।

পরে আসামিকে গ্রেপ্তার জন্য অভিযানে নামে পুলিশ। সাড়ে ৫ ঘণ্টা পুলিশী অভিযান শেষে রাত সাড়ে ১০ টার দিকে পুটিজানা ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের
মধ্যস্ততায় ছিনিয়ে নেওয়া আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

news24bd.tv তৌহিদ