আল্লাহার কাছে যে তিনটি কাজ সবচেয়ে বেশি প্রিয়

আল্লাহার কাছে যে তিনটি কাজ সবচেয়ে বেশি প্রিয়

অনলাইন ডেস্ক

মুমিন বান্দারা সবসময় আল্লাহপাকের নৈকট্য লাভের জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যাকুল হয়ে থাকে। তা যদি কঠিন কাজই হোক না কেন। সেটা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না।

হাদিসে এসেছে রাসূল (স.) হজরত আলী (রা.) কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী, আল্লাহর কাছে বেশি প্রিয় কাজ তিনটি।

  তাহলো- ১. যে ব্যক্তি আল্লাহ তাআলা কর্তৃক তার ওপর ফরজকৃত কাজগুলো পালন করে; সে হলো সবচেয়ে বড় আবেদ।

২.আর যে ব্যক্তি আল্লাহ তাআলা কর্তৃক নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকে; সে হলো সবচেয়ে সংযমী।

৩. আর যে ব্যক্তি আল্লাহ তার জন্য যে জীবিকা নির্ধারিত করেছেন, তাতেই তুষ্ট থাকে; সে হলো সবচেয়ে বড় সামর্থ্যবান (কৃতজ্ঞ)।

news24bd.tv নাজিম