এই বুঝি ডাক পড়ে গেল: বাপ্পারাজ

এই বুঝি ডাক পড়ে গেল: বাপ্পারাজ

অনলাইন ডেস্ক

অতিমারি করোনা ভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব থমকে গেছে। দিনকে দিন প্রিয়জন হারাচ্ছে মানুষ।  সারা দেশে লকডাউন চলছে। শোবিজ অঙ্গনের অনেকেও করোনার ভয়াল থাবায় মারা গেছেন।

এমন পরিস্থিতিতে চিন্তিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি শঙ্কিত চলমান এই মৃত্যুর মিছিল নিয়ে।

নিজের ফেসবুকে বাপ্পারাজ লিখেছেন, প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, গোচরে, অগোচরে। নীরবে।

একেকটা খবর শুনি আর মনে হয়, এই বুঝি আমারও ডাক পড়ে গেল।

মনকে বোঝাই, এটাই জীবন, এটাই বাস্তবতা, চলে যেতেই হবে, নেই এর বিকল্প। শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার!

১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘চাপাডাঙার বউ’ ছবি দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক তার। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাপ্পারাজ অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।

নানা আমেজ, ইমেজ, স্বাদের গল্প ও চরিত্রে তাকে দেখেছেন দর্শক। তবে সবকিছু ছাপিয়ে ত্রিভূজ প্রেমের ছবিতে স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজ এই দেশের সিনেমায় একটি ব্র্যান্ড, একটি খ্যাতি এবং দারুণ সাফল্যের উদাহরণ।

আরও পড়ুন:


এটাই ব্রুস লী আর কুং ফুর দর্শন

ডিএমপির ৯ পুলিশ কর্মকর্তার পদায়ন 

ফুলবাড়িয়ায় হাতকড়াসহ পালানো আসামি সাড়ে পাঁচ ঘণ্টা পর গ্রেপ্তার

পিরোজপুরে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

 news24bd.tv তৌহিদ