কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩

Other

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনা শনাক্ত ছিলেন, আর ১ জনের করোনার উপসর্গ ছিলো। ২৫ জুলাই রবিবার সকাল ৮টা থেকে আজ ২৬ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে।

এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২৩৮ জন করোনা রোগী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডের অনুকুলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২১০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন।
বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।


আরও পড়ুন:

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, স্থগিত পার্লামেন্ট

ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত ৩

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ


গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাচশ’ ছাড়িয়ে এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫০৬ জনের মৃত্যু হলো।

এর বাইরেও করোনার উপসর্গ আরো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।  

news24bd.tv/ নকিব