হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেছেন আদালত। আজ সোমবার (১৯ মে) সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৯ মে) সামাজিক মাধ্যম ফেসবুকে নুসরাত ফারিয়া ইস্যুতে একটি পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা। নিম্নে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- তিনি লিখেছেন, আমি সাধারনত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ...
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা
অনলাইন ডেস্ক

নুসরাত ফরিয়াকে গ্রেপ্তার নিয়ে ফেসবুকে যা জানালেন রাশেদ খান
অনলাইন ডেস্ক

নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু? নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফরিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল...
'নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে'
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (পশ্চিমাঞ্চল) সারজিস আলম বলেছেন, নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। আজ রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। সারজিস লিখেছেন, নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ এর মত জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয় তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে। তিনি লিখেছেন, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরণব্যাধিগুলো যেসব মানসিক বিকারগ্রস্তরা লালন ও প্রমোট করার চেষ্টা করছে তাদের মানসিক চিকিৎসা করানো হোক হোক। কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটা সেই ক্যান্সার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি...
সাম্য হত্যাকাণ্ড নিয়ে এবার যা বললেন উমামা ফাতেমা
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক অদ্ভুত নীরবতা কাজ করছে। আজ রোববার (১৮ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। আরও পড়ুন করিডর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় ১৮ মে, ২০২৫ ফেসবুক স্ট্যাটাসে সাম্য হত্যার বিচার চেয়ে উমামা ফাতেমা আরও লেখেন, শাহবাগ থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেয়নি। সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত না করে হত্যাকারীদের আড়াল করা চলবে না। news24bd.tv/কেএইচআর...