কুমিল্লায় ছাত্রাবস্থায় একবার "পাপী সন্তান" নামে একটা সিনেমা বেশ আলোচনায় এসেছিলো।
তখন কাটপিসের যুগ। এই সিনেমায় গরম কাটপিস আছে বলে বাজারে ছড়িয়েছিলো। আমার দুই দুষ্টু বন্ধু খুব রসিয়ে রসিয়ে বর্ণনা করেছিলো।
একদিন একা একা সিনেমাটি দেখতে হলে গেলাম। সিনেমা হলে গিয়ে শুনি সিনেমা বন্ধ। আগের শো এর দর্শকরা হল ভাংচুর করেছে। কেন ভাংচুর করেছে? যেরকম কাটপিস গত কয়েকদিন চলছিলো পুলিশের ভয়ে তা বাদ দেওয়া হয়েছে। সেই অন্যায়ের প্রতিবাদে ভাঙচুর।
অসহায় হল মালিক হলের সামনে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতাকে হাতজোড় করে শান্ত করছিলো। চারপাশে ভাংগা চেয়ার। এক বিক্ষুব্ধ যুবক বারবার আংগুল উঁচিয়ে বলছিলো ‘আমডার লগে ফতারণা (প্রতারণা) করা হইছে। ’ দৃশ্যটি ভোলার নয়।
আরও পড়ুন:
ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত ৩
কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী
১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ
পরকীয়ায় ধরা মসজিদের ইমাম! রাতভর বেঁধে রাখল গ্রামবাসী
আমি হলের সামনে গিয়ে দেখি প্রথম আলোর সাংবাদিক নাসির ভাই ক্য্যামেরা নিয়ে হাজির। আমি নাসির ভাইকে দেখে বললাম ‘ভাই পরিস্থিতি দেখতে আসছি। একটা ফিচার লেখবো। ’
অনেক বছর পর সেই না লেখা ফিচারটা লিখে ফেললাম। হালকা লাগছে। আমি তো আর 'ফতারনা' করতে পারিনা।
news24bd.tv/ নকিব