পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের ১৫ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি সাভারের এক গার্মেন্টস ব্যবসায়ী ১৯ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছেন।

আজ ভোরে অন্তরমোড় এলাকার জেলে শাহিন শেখের জালে মাছটি ধরা প‌ড়ে।

স্থানীয় লোকজন জানান, মাছটি বিক্রির জন্য শাহিন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান।

সেখানে ১২০০ টাকা কেজি হিসাবে ১৮ হাজার টাকায় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি কেনেন। পরে আড়তদার সাভারের এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

আরও পড়ুন

বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাল্যবিয়ে মুক্ত উপজেলায় বাল্যবিয়ের চেষ্টা, জরিমানা-মুচলেকায় রক্ষা

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড


গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর মাছ এমনিতেই সুস্বাদু। বড় কোনো মাছ হলে তো কথাই নেই।

পদ্মার বড় মাছের চাহিদা সব সময়ই বেশি। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। আর বড় মাছে ভালো দাম পেয়ে জেলেরা খুবই খুশি হন।

news24bd.tv নাজিম