নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

Other

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালীর সুধারামের আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল রাতে এ ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে কলেজ ছাত্র রাকিব হোসেন পরান (২০), মো. জিলান (৩২), মো. রিপন (৩০), আবদুল করিম (৪০), বাপ্পি (২৫) ও মো. রাকিবকে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে কলেজছাত্র রাকিব হোসেন পরানের অবস্থা আশঙ্কাজনক।  

আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জোরদার বেলাল, এলাছ মাঝি, জামাল মাঝি ও নাসিরের নেতৃত্বে জিলান ও রাকিবের দখলীয় সম্পত্তিতে জোর পূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উঠাতে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে বেলাল ও এলাছ মাঝির নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন লাঠিয়াল বাহিনী হামলা ও ভাঙচুর চালায় এবং কুপিয়ে আহত করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন


বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাল্যবিয়ে মুক্ত উপজেলায় বাল্যবিয়ের চেষ্টা, জরিমানা-মুচলেকায় রক্ষা

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড


সুধারাম থানার ওসি মো. সাহেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

news24bd.tv নাজিম