ভিকারুননিসা স্কুলের অধ্যক্ষের ফোনালাপ ফাঁস: তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভিকারুননিসা স্কুলের অধ্যক্ষের ফোনালাপ ফাঁস: তোলপাড় সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

ফোনালাপের এক পর্যায়ে অধ্যক্ষ বলেন, ‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কোনো ... বাচ্চা যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগব। শুধু ভিকারুননিসা না, আমি তাকে দেশ ছাড়া করব।

এদিকে ফাঁস হওয়া ওই ফোনালাপের অডিওকে ভিত্তিহীন ও সুপার এডিটেড বলে মন্তব্য করেন অধ্যক্ষ কামরুন নাহার মুকুল।

অধ্যক্ষ ও ভিএনএসসির অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর মধ্যকার চার মিনিট ৩৯ সেকেন্ড ধরে চলা ওই কথোপকথন এখন আলোচনার শীর্ষে। সেই ফোনালাপে এমন কিছু অকথ্য ভাষা রয়েছে যা প্রকাশের অযোগ্য।


আরও পড়ুন

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

পরিবারে যদি কোনো ড্রাইভার থাকে তাকেও টিকা দেয়ার জন্য বলা হয়েছে

বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী


ফাঁস হওয়া ওই অডিও ভিএনএসসির দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্যের ওপর আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের সদস্যরা।

তারা বলেন, অধ্যক্ষ কামরুন নাহার এ বছরের প্রথম দিন এই প্রতিষ্ঠানে যোগদান করেন। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানে আসেননি বললেই চলে। কেউতাকে প্রতিষ্ঠানে আসার বিষয়ে অনুরোধ করলে কামরুন নাহার সবাইকে দেখে নেওয়ার হুমকি দেন।

news24bd.tv/এমিজান্নাত