করোনায় আক্রান্ত বিরল প্রাণী স্নো লেপার্ড

করোনায় আক্রান্ত বিরল প্রাণী স্নো লেপার্ড

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সান দিয়াগো চিড়িয়াখানায় একটি বিরল প্রজাতির স্নো লেপার্ড করোনায় আক্রান্ত হয়েছে। লেপার্ডটিকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয় নি বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ দেখতে পান লেপার্ডটির নাক দিয়ে পানি পড়ছে। এরপর তাকে করোনাভাইরাস পরীক্ষা করালে সেখানে পজিটিভ আসে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, লেপার্ডটি কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তা তারা জানে না। তবে লেপার্ডটি ভালো আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার মধ্যে অন্য কোন সমস্যার লক্ষণ নেই।

গত জানুয়ারি থেকেই চিড়িয়াখানাটিতে প্রাণীদের পিউরিফায়েড স্পাইক প্রোটিন টিকা দেওয়া শুরু করা হয়।

এ টিকা মানুষের শরীরে প্রয়োগ অনুমোদিত নয়। এর আগে করোনা পজিটিভ কয়েকটি গরিলাকে টিকা দেওয়া হয়েছে। তারা এখন পুরোপুরি সুস্থ।


আরও পড়ুন:

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী

১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

পরকীয়ায় ধরা মসজিদের ইমাম! রাতভর বেঁধে রাখল গ্রামবাসী


স্নো লেপার্ড বর্তমানে বিরল প্রাণীদের মধ্যে অন্যতম। স্নো লেপার্ড ট্রাস্টের মতে, বিশ্বে বর্তমানে মাত্র ৪ হাজার থেকে ৬ হাজারের মতো স্নো লেপার্ড রয়েছে।

সূত্রঃ সিএনএন

news24bd.tv/ নকিব