৫টি টি-২০ খেলতে ২৯ জুলাইয়ে আসছে অস্ট্রেলিয়া

৫টি টি-২০ খেলতে ২৯ জুলাইয়ে আসছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসর ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এসেই তিন দিন কোয়ারেন্টিনে থেকে ৩ তারিখে মাঠে নামবে প্রথম ম্যাচ খেলতে।

তার আগে ১ আগস্ট প্রথম দিনের অনুশীলনে নামবে অজিরা।

সিরিজের প্রত্যেকটি ম্যাচ মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স আকরাম খান।

সোমবার আকরাম খান জানান, দুই বোর্ডের মধ্যে ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা হয়েছে। তবে দুই বোর্ডের আলোচনায় যেকোনো সময় সময়ের পরিবর্তন আসতেও পারে। এক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।

আগামী ৩ আগস্ট প্রথম ম্যাচ খেলার পরদিনই (৪ আগস্ট) রয়েছে দ্বিতীয় ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৬ ও ৭ আগস্ট তৃতীয় ও চতুর্থ ম্যাচ। ৮ তারিখ বিরতি দিয়ে ৯ তারিখে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ম্যাচ।

এর আগে ২০১৭ সালে সবশেষ বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। সেবার ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন:


বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাল্যবিয়ে মুক্ত উপজেলায় বাল্যবিয়ের চেষ্টা, জরিমানা-মুচলেকায় রক্ষা

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড


 news24bd.tv তৌহিদ