ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্রাক্টর চালিয়ে সংসদে গেছেন। কৃষি আইন বাতিলের দাবিতে ও কৃষকদের আবেদন তুলে ধরতে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। আজ সোমবার এভাবে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের ঠিক সামনে গিয়ে থামেন তিনি। তবে ট্রাক্টরটি ভেতরে প্রবেশ করতে পারেনি।

ট্রাক্টরে কংগ্রেসের আরও নেতা-কর্মীরা ছিলেন। এর চারপাশে কৃষি আইন বাতিল লেখা অনেক ব্যানারও ছিল। রাহুল গান্ধী বলেন, আমি আজ সংসদ ভবনে কৃষকদের বার্তা নিয়ে এসেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং এ প্রসঙ্গে কোনো আলোচনাই সংসদে হতে দিচ্ছে না।


আরও পড়ুন

মর্মান্তিক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবি তোলেন তিনি

আয়া সোফিয়া মসজিদ নিয়ে ইউনেসকোর মনোভাবে অবাক তুরস্ক

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

পরিবারে যদি কোনো ড্রাইভার থাকে তাকেও টিকা দেয়ার জন্য বলা হয়েছে


গোটা দেশ জানে যে এই আইনগুলো শুধুমাত্র কিছু বড় শিল্পপতির স্বার্থে আনা। এই কালো আইন কেন্দ্রকে প্রত্যাহার করতেই হবে। এ সময় হাফহাতা শার্ট, ট্রাউজার ও স্যান্ডেল পরে ট্রাক্টরের চালকের আসনে ছিলেন কংগ্রেস সভাপতি। ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা, কৃষির তিন কালো আইন বাতিল করুন।

এই কর্মসূচি নিয়ে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় রাহুল বলেন, আমি কৃষকদের উদ্দেশে বলতে চাই, পুরো দেশ আপনাদের পাশে আছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

news24bd.tv/এমিজান্নাত