এক টুকরো দেয়াল

এক টুকরো দেয়াল

Other

দেয়াল সম্পর্কে তোমরা কি জানো? একটা দেয়াল কিংবা দেয়ালের একটা অংশ ঠাই দাঁড়িয়ে থাকে, কতোদিন, কতো বছর? ওর কি বেড়াতে যেতে ইচ্ছে করে? দেয়াল কি আদর চায়? চুমু চায়? দেয়াল কি সাজতে ভালোবাসে? 

একটা দেয়াল বুক পেতে রাখে ঘরের দিকে, আমাদের দিকে। একটা দেয়াল পিঠ দিয়ে রাখে বাইরের দিকে, পৃথিবীর দিকে। দেয়ালের পিঠে এসে রোদ লাগে, বৃষ্টি লাগে।  

আমাদের জন্য রোদ-বৃষ্টি ঠেকিয়ে রাখে দেয়াল।

দেয়াল বুক পেতে পেরেক নেয়। আমরা সেখানে ছবি, মুখোশ, চাবির রিং আরো কতো কি ঝুলিয়ে দেই। দেয়াল ঘরের ভেতরের আমাদের দেখে। আমরা যখন চুলোচুলি করি তখন দেখে, যখন চুমোচুমি করি তখনও দেখে।
 

news24bd.tv

ছবি : আজ সকালে আমাদের বেডরুমের দেয়াল

আদতে দেয়াল সম্পর্কে কতোটুকু জানো তুমি? ঘরের দেয়াল পরকীয়া প্রেমের মতো। সে পরের, তবু আমার, সে বাইরের,  তবু ভেতরে। ডাকলে সে আসে না। না ডাকলে দাঁড়িয়ে থাকে ডাকের অপেক্ষায়।

দেয়াল সম্পর্কে কতোটুকু জানো তুমি? আমি যতোটুকু জানি ততোটুকু তো প্রকাশ্যে বলাও নিষেধ।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম