গাছের সঙ্গে শত্রুতা!

গাছের সঙ্গে শত্রুতা!

Other

নাটোরের বড়াইগ্রামে শত্রুতা করে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের প্রায় ২ বিঘা জমির ৮০টি আমের গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলার মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, আমার ২ বিঘা জমিতে ৮০ টি আম্রপালি জাতের আম গাছ রোপন করে ছয় বছর যাবত পরিচর্যা করার পরে ফল ধরার উপযোগী হয়েছে।

শনিবার বিকেলে জমিতে গিয়ে গাছকাটা অবস্থায় দেখতে পাই। আমার প্রায় লক্ষাধীক টাকা খরচ হয়ে গেছে। আগামী আমের মৌসুমে আম বিক্রিয় করতে পারলে খরচের টাকা পূরণ করার সম্ভব হতো।

তিনি আরো জানান, রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে আমার তা জানা নেই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুর রহিম বলেন, লিখিত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:


বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড


 news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর