তিউনিসিয়ায় আল-জাজিরার কার্যালয় বন্ধ করা হলো

তিউনিসিয়ায় আল-জাজিরার কার্যালয় বন্ধ করা হলো

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয়ে বিনা নোটিশে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে সংবাদকর্মীদের জোর করে বের করে দিয়েছেন তারা। একইসঙ্গে কার্যালয়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচির সরকারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সায়িদ।

এরপর আজ সোমবার আল-জাজিরার কার্যালয়ে অভিযান চালানো হয়।

আল-জাজিরা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তিউনিসে অবস্থিত আল-জাজিরার কার্যালয়ে ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ভারি অস্ত্র নিয়ে প্রবেশ করেন। তারা বিনা নোটিশে অভিযান চালিয়েছেন।

আল-জাজিরার ব্যুরো প্রধান লতিফা হাজ্জি বলেন, আমাদের কার্যালয় উচ্ছেদ করার ব্যাপারে তাদের কাছ থেকে কোনো প্রকার চিঠি পাইনি।


আরও পড়ুন

মর্মান্তিক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবি তোলেন তিনি

আয়া সোফিয়া মসজিদ নিয়ে ইউনেসকোর মনোভাবে অবাক তুরস্ক

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

পরিবারে যদি কোনো ড্রাইভার থাকে তাকেও টিকা দেয়ার জন্য বলা হয়েছে


তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা দেশের বিচার বিভাগের নির্দেশনা পালন করছেন। নির্দেশনা অনুযায়ী সব সাংবাদিককে চলে যেতে বলা হয়েছে। আল-জাজিরার অভিযোগ, সেখানে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র তাদের নিতে দেওয়া হয়নি। কর্মকর্তারা কার্যালয়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।

সূত্র: আলজাজিরা

news24bd.tv/এমিজান্নাত