পেয়ারা বেচে ভাইরাল পুলিশের এএসপি

পেয়ারা বেচে ভাইরাল পুলিশের এএসপি

অনলাইন ডেস্ক

অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার ভ্যানে করে বিক্রি করছেন পেয়ারা। আর সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সকালে বাজার করতে আসলে পুলিশের এএসপিকে এক পেয়ারা বিক্রেতা বলেন, ‘দাদা, আমার ভ্যানটি একটু দেখবেন। আমি টিফিন করে আসি।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে।

মুর্শিদাবাদের বহরমপুর শহরে সকালে বাজার করতে এসেছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তখন তাকে এক পেয়ারা বিক্রেতা বলেন, ‘দাদা, আমার ভ্যানটি একটু দেখবেন। আমি টিফিন করে আসি।

তার আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ভ্যানের দিকে শুধু নজরই রাখেননি, বিক্রিও শুরু করেছেন। খদ্দেররা যাতে ফিরে না যান, তাই নিজের হাতে তুলে নিয়েছেন দাঁড়িপাল্লা।

আরও পড়ুন:


করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

মর্মান্তিক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবি তোলেন তিনি

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত


 

প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় কুড়ি মিনিট এভাবে দাঁড়িপাল্লায় মেপে পেয়ারা বিক্রি করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তাকে।

পুরো ঘটনায় অবাক হয়ে সেই পেয়ারা বিক্রেতা বলেন, ‘আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম। আমি তাকে না চিনেই পেয়ারার ভ্যানটি দেখতে বলি। আমি জানতাম না উনি এতবড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি। ’

বিক্রেতা ফিরে আসার পর নিজের খেয়ালেই হিসাব বুঝিয়ে চলে গিয়েছিলেন তন্ময় সরকার। পরে দেখতে পান তাঁর ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।

news24bd.tv/আলী