তিউনিসিয়ায় বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা

তিউনিসিয়ায় বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ায় ব্যাপক বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সায়িদ। নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় তিনি নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

করোনা মোকাবেলায় ব্যার্থতা ও ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে তীব্র আন্দোলন চলছে দেশটিতে। রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, কেউ হাতে অস্ত্র তুলে নিয়ে গুলি নিক্ষেপ করলে সশস্ত্র বাহিনীও পাল্টা জবাবে গুলি চালাবে।


আরও পড়ুন

বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাল্যবিয়ে মুক্ত উপজেলায় বাল্যবিয়ের চেষ্টা, জরিমানা-মুচলেকায় রক্ষা

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড


সোমবার পার্লামেন্ট ভবনে স্পিকার রাচেদ ঘানাউচিকে পার্লামেন্ট ভবনে ঢুকতে বাধা দিয়েছে তিউনিসিয়ার সেনাবাহিনী। এর আগে করোনায় অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের কারণে তিউনিসিয়ার বেশ কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ করে লাখো মানুষ। সংসদ বিলুপ্ত এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। বিক্ষোভকারীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়ায় পুলিশ।

news24bd.tv/এমিজান্নাত