যুক্তরাষ্ট্রে চলছে তিন দিনের হট এয়ার বেলুন ফেস্টিভাল

Other

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলছে তিন দিনের হট এয়ার বেলুন ফেস্টিভাল। আকাশে নানান রঙের বেলুন দেখতে দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। করোনার কারণে গেল বছর এই উৎসব বাতিল হলেও এবার বেশ বড় পরিসরেই করা হয়েছে আয়োজন।  

Up, up and away in hot air balloon festival এই শ্লোগানে, ৩৮তম বার্ষিক নিউ জার্সি লটারি বেলুন উৎসব।

উড়ানো হচ্ছে শত শত রঙ্গীন বেলুন। দেখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা।

নিউ জার্সির রিডিংটনের আকাশে উড়ছে নানা রঙের হট এয়ার বেলুন। পরিষ্কার, রৌদ্রজ্জ্বল দিন, হিমেল বাতাস আকাশে বেলুন উড়ানোর জন্য আদর্শ সময়।

আকাশে ভেসে থাকার দারুন মুহূর্ত উপভোগ করছেন এয়ার বেলুনে আরোহণকারীরা।

" আমি সত্যিই ভেবেছিলাম আমরা কারো ঘরে ঢুকে যাব। তারপরে কিছুটা ব্যাকআপ নিয়ে তাদের মাঠে নামলাম। "

"আমি খুব এক্সসাইটেড। বাতাসের বাইরে চলে গিয়েছিলাম। উপর থেকে সব দেখতে ভালো লেগেছে। "


দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’


 

গেল বছর করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেয়ায় বাতিল হয়ে যায় জনপ্রিয় এই উৎসব। এবার করোনার টিকা গ্রহণকারীরা টিকিট সংগ্রহে পাচ্ছেন ছাড়। রয়েছে লটারি জিতে হট এয়ার বেলুনে আকাশে ভেসে বেড়ানোর সুযোগ।

২৩ জুলাই থেকে শুরু হয়েছে তিন দিনের হট এয়ার বেলুন উৎসব। গরমের সময় এয়ার এ উৎসব হয়ে থাকে।

news24bd.tv/আলী