মাত্র দুদিন বাকী থাকতে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত

Other

মাত্র দুদিন বাকী থাকতে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করলেন হাইকোর্ট। সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। করোনায় দেশব্যাপী লকডাউন থাকায় নির্বাচন কমিশন ঘোষিত ২৮ জুলাই উপনির্বাচন স্থগিত চেয়ে রিটটি দায়ের করে কয়েকজন ভোটার ও হাইকোর্টের ৭ আইনজীবী।  

দেশে করোনা সংক্রমণ যখন উর্ধ্বমুখি তখন সংসদীয় আসন সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে নির্বাচনী আমেজ।

মাত্র দুদিন বাদে ২৮ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।   নির্বাচনকে উপলক্ষ করে চলছিল শেষ মুহুর্তের প্রচার প্রচারনা।

নির্বাচন নাকের ডগায় থাকায় সিলেটের আইন শৃঙ্খলা বানিহীর সাথে গেল শনিবার এক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। ঐ বৈঠকে তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোন সুযোগ নেই এবং নির্বাচনী এলাকা লকডাউনের আউতামুক্ত থাকবে।

কিন্তু করোনার প্রকোপ উর্ধ্বোমুখি থাকায় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন ভোটার ও ৭ আইনজীবী। রিটের শুনানী নিয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত নির্বাচন  স্থগিত করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন:

চীনে গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

এনএসও'র দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারে বিশ্বের লাখো মানুষ ঘুমাতে পারছে

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর


 

সংবিধানের ১২৩ এর দফা ৪ এর শর্তানুসারে নির্বাচনি আসন শূণ্য হওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। সে অনুযায়ী সিলেট উপ নির্বাচন অনুষ্ঠানের সময় সীমা এবছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

news24bd.tv/আলী