শ্বশুরের ডেঙ্গুজ্বর, অস্ট্রেলিয়া সিরিজ খেলা হচ্ছে না লিটনের

শ্বশুরের ডেঙ্গুজ্বর, অস্ট্রেলিয়া সিরিজ খেলা হচ্ছে না লিটনের

অনলাইন ডেস্ক

শ্বশুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় জৈব সুরক্ষা বলয়ের বাইরে বেরিয়েই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসছেন লিটন দাস। আজ ২৭ জুলাই মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তার। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যানের।

বর্তমানে হারারে অবস্থানরত জাতীয় দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘লিটনের শ্বশুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

তার প্ল্যাটিলেট কমে যাচ্ছে। বর্তমানে লিটনের স্ত্রী ছাড়া আর কেউ তার শ্বশুরের পাশে নেই। পরিবারের বাকি সদস্যরা গ্রামের বাড়ি দিনাজপুরে। তাই বাধ্য হয়েই লিটন দাসকে ফিরে যেতে হচ্ছে এবং এমিরাটসের ফ্লাইটে সে ঢাকার পথে বিমানে উঠবে অল্প সময় পরই।
’ 


আরও পড়ুন:

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী

১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

পরকীয়ায় ধরা মসজিদের ইমাম! রাতভর বেঁধে রাখল গ্রামবাসী


news24bd.tv/ নকিব