লকডাউনে বিয়ে: প্রশাসনের উপস্থিতিতে পালাল বরযাত্রী

লকডাউনে বিয়ে: প্রশাসনের উপস্থিতিতে পালাল বরযাত্রী

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় জেলার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছিল বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে বরযাত্রীসহ আত্মীয় স্বজনদের কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই খাওয়া-দাওয়া ও আনন্দ করতে দেখা যায়।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকায় ওই বিয়ে বাড়িতে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে খাবার ফেলে পালিয়ে যান বরযাত্রীসহ দাওয়াতে আমন্ত্রিত আত্মীয়-স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান এই লকডাউনের মধ্যে প্রায় ২০০ জন মানুষের খাবারের আয়োজন করে মেয়ের বিয়ের অনুষ্ঠান শুরু করেন শহিদুল ইসলাম। এর আগে, রবিবার সন্ধ্যায় একই বাড়িতে জাঁকজমক করে মেয়ের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়।

আরও পড়ুন:

পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত নবীজির নামসমূহ

যে তিনটি কারণে জাহান্নাম অবধারিত

যারা নাটক বানাচ্ছেন তাদেরকে আরও সচেতন হতে হবে: দিলরুবা ইয়াসমিন রুহি

টি-স্পোর্টসে আজকের খেলা

করোনাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করে বিয়ের আয়োজন করায় গুনতে হয় ৫ হাজার টাকা জরিমানা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব উল আহসান বলেন, "চলমান এই লকডাউনে সব প্রকার জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

রাজনৈতিক সভা, বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানসহ মানুষের জনসমাগম সংঘটিত হয় এমন সব স্থানেই এ নিষেধাজ্ঞার আওতায়। তবে যারাই এই নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করার চেষ্টা করছেন আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানার আওতায় আনছি। "

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক