প্রাণহীন যে জীবন, সে জীবনে গতি নেই

প্রাণহীন যে জীবন, সে জীবনে গতি নেই

Other

“Change is hard at first, messy in the middle and gorgeous at the end.”  কানাডীয়ান লেখক রবিন শর্মার উক্তি এটি। কোম্পানি প্রতিদিন নানা ধরনের উদ্দীপনামুলক উদ্ধৃতি, ভিডিও ক্লিপ, ছবি পাঠায়। আজ পাঠিয়েছে এটি।

পরিবর্তন প্রথমে খুবই কঠিন।

মাঝপথে এটি হ-য-ব-র-ল। আর উপসংহারে ‘গর্জিয়াস’। কোম্পানি তার কর্মীদের পরিবর্তনের উৎসাহ দিচ্ছে। কোন পরিবর্তন সেটা!

প্রাণহীন যে জীবন, সে জীবনে গতি নেই, গতি নেই বলে সেই জীবন বদলাতে পারে না, না নিজেকে, না অন্য কাউকে।

তার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। পরিবর্তন কী তা হলে জীবণের গতি? প্রাণ?


আরও পড়ুন:

শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা

কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী

১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

পরকীয়ায় ধরা মসজিদের ইমাম! রাতভর বেঁধে রাখল গ্রামবাসী


প্রথমে পরিবর্তনটা কঠিন, মাঝ পথে সেটি হ-য-ব-র-ল। তবু পরিবর্তনই জীবন, জীবনে পরিবর্তন আসুক। উপসংহারে পরিবর্তন হচ্ছে ‘গর্জিয়াস’।

news24bd.tv/ নকিব