কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ২২, নতুন শনাক্ত ২৫৩

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ২২, নতুন শনাক্ত ২৫৩

Other

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ, আর ৪ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, জেলার হাসপাতালগুলোতে করোনা পজিটিভ ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন ১৫ জন।

এছাড়াও, হাসপাতালের বাইরে করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

জিজ্ঞাসাবাদ শেষে ফেরি শাহজালালের চালকসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে

লকডাউনে বিয়ে: প্রশাসনের উপস্থিতিতে পালাল বরযাত্রী

নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

টি-স্পোর্টসে আজকের খেলা

জেলা প্রশাসেনর হিসেবে, গত ২৪ ঘণ্টায় ৬৭৫ নমুনা পরীক্ষায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ৩৭.৪৮ শতাংশ। এদিকে সুস্থ হয়েছেন ২৩৫ জন।

এদিকে, ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন। মহাসড়কসহ শহরে প্রবেশ পথের সড়কগুলোতে পুলিশের নজর এড়িয়ে  অবাধে চলাচল করছে মানুষ।  

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক