বাগেরহাটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

বাগেরহাটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

Other

বাগেরহাটে মঙ্গলবার করোনা আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিতলমারীতে এ দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় সরকারী হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১২০ জন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৮ দশমিক ৫৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫২ জন। এসময় সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৩৪ জন, মোল্লাহাটে ১৪ জন, রামপালে ১১ জন, মোংলায় ৯ জন,  শরণখোলায় ৯ জন, চিতলমারীতে ৮ জন, ফকিরহাটে ৮ জন, মোরেলগঞ্জে ৪ জন ও কচুয়া উপজেলায় ৪ জন।

আরও পড়ুন


ঢাকায় এতো যে ‘ড্রাই ক্লিনার্স’ সেগুলোর কাপড় ধোওয়া হয় কোথায়?

ঝিনাইদহে আজও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৩

গায়ে আগুন দিয়ে হত্যা, যুবলীগ নেতা এখনও অধরা

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু


বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাট চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১২০ জন।

মঙ্গলবার জেলায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৮ দশমিক ৫৩ শতাংশ। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৫২ জন। করোনা থেকে মোট সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

news24bd.tv এসএম