নেত্রকোনায় গেল ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৫

নেত্রকোনায় গেল ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৫

Other

গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৫ জন। নেত্রকোনা সদর হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মৃত্যু বরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,  ময়মনসিংহ ল্যাবে ১১৬ টি নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত।

জেলায় জিন এক্সপার্ট কোভিড ১৯  টেস্টে ৬ জনের মধ্যে শনাক্তকৃত ৩ জন।

জেলায় র্যাপিড এ্যান্টিজেন টেষ্ট করা হয়েছে ১৭৯ জনের মধ্যে শনাক্তকৃত ৭৬ জন। শনাক্তকৃতদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৪৫ জন নারী। এদের মধ্যে সদরে ৩৬, মোহনগঞ্জে ১৩, কেন্দুয়ায় ৪, দুর্গাপুরে ১৩, খালিয়াজুরীতে ৪, আটপাড়ায় ৭, বারহাট্টায় ৩, পুর্বধলায় ১১ ও কলমাকান্দায় ৪ জন।

আরও পড়ুন


‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চাপ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’

বাগেরহাটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

ঢাকায় এতো যে ‘ড্রাই ক্লিনার্স’ সেগুলোর কাপড় ধোওয়া হয় কোথায়?

ঝিনাইদহে আজও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৩


এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ২৪০৩৯ টি। রিপোর্ট এসেছে ২৩৩৯২ টির। জেলায় শনাক্তকৃত সর্বমোট ৩০৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৫৪ জন।

এছাড়া সদর উপজেলার অজহর রোড নিবাসী ৩২ বছর বয়সের পুরুষ জেলা হাসপাতালে, বর্ণি নিবাসী ৬১ বছর বয়সের নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পুর্বধলা উপজেলার বিষমপুর নিবাসী ৫২ বছর বয়সের নারী ময়মনসিংহে মুত্যুবরণ করেন। জেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের।

news24bd.tv এসএম