ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

দেশ জুড়ে অভিযানের পরিসর ক্রমশ বাড়াচ্ছে তালেবান। আরও বেশি করে তারা নিশানা করছে সাধারণ মানুষকে। তালেবানদের হামলায় প্রায় চারশো জেলার মধ্যে দুইশোটি দখল করেছে বলে দাবি সন্ত্রাসী সংগঠনটির। এহেন সংকটের মুহূর্তে ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহম্মদ আহমেদজাই।

সংবাদ সংস্থা এএনআই বলছে, জুলাই মাসের ২৭ তারিখ ভারত সফরে আসার কথা ছিল জেনারেল আহমেদজাইয়ের। কিন্তু পাহাড়ি দেশটিতে তালেবানি আগ্রাসনের মুখে পরিস্থিতি রীতিমতো জটিল হয়ে উঠেছে। হেরাত, জালালাবাদ, গজনি, কান্দাহারের মতো শহরগুলির ঘাড়ে নি:শ্বাস ফেলছে তালেবান জঙ্গিরা।  

সংবাদ সংস্থাটি আরও বলছে, ঈদের দিন কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে আছড়ে পড়ে একাধিক রকেট।

অল্পের রক্ষা পান আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি।

আরও পড়ুন


মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী, বান্ধবীর মৃত্যু

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

নেত্রকোনায় গেল ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৫

‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চাপ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’


ইরান, পাকিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান সীমান্তে বেশ কয়েকটি বর্ডার ক্রসিং দখল করেছে তালিবান। জঙ্গিদের ঠেকাতে পালটা হামালা চালাচ্ছে আফগান স্পেশ্যাল ফোর্সেস বা আফগান কমান্ডোরা। এহেন পরিস্থিতিতে নয়া রণনীতি তৈরি করতে আপাতত দেশ ছেড়ে বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মহম্মদ আহমেদজাই। কাবুলে থেকেই তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের নকশা প্রস্তুত করছেন তিনি।

news24bd.tv নাজিম