বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আগস্টে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

Other

রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরণ করছে অনেকে। রাজধানীতে ডেঙ্গুবাহী এডিস মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা না করলে করোনাকালে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবার আশঙকা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত রোগির পাশাপাশি বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা।  

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০৫ জনের মধ্যে ১০২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকী তিন জন রোগী মারা গেছেন রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ছিল ৪৬০ জন।

আরও পড়ুন:


কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গা নিহত

৫ অতিরিক্ত সচিবকে বদলি 

ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

একজন আইনজীবির মৃত্যু ও আমাদের জন্য বার্তা


ডেঙ্গু চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারণকৃত কয়েকটি হাসপাতালের মধ্যে একটি রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতাল। এখানে চিকিৎসার জন্য আসা ডেঙ্গু আক্রান্ত রোগীরা জানান মশার উপদ্রবের কথা।

করোনা মোকাবেলার পাশাপাশি মশক নিধনের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ ঠেকানোর পরামর্শ  স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

news24bd.tv নাজিম