ঈদুল আজহার টানা বন্ধে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জট

Other

ঈদুল আজহার টানার বন্ধে আবারো চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জট। বেড়েছে জাহাজ জটও। লকডাউনের অজুহাতে পণ্য খালাস না করার কারণেই এই অবস্থা বললেন বন্দর কতৃপক্ষ। আর আমদানি রপ্তানিকারকরা বলছেন, লকডাউনে কারখানা বন্ধ রাখার কারণেই পণ্য খালাস বন্ধ রেখেছে তারা।

জট নিরসনে এনবিআরের নির্দেশে খালাস না করা কন্টেইনার যাচ্ছে বেসরকারি ডিপোতে। বিকডার সভাপতি বলছেন, ২০ থেকে ২৫ হাজার কন্টেইনার ধারণ হবে তাদের ডিপোতে।  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৪৯ হাজার ১৮ টিইইউস হলেও স্বাভাবিক কার্যক্রম চালাতে খালি রাখতে হয় ৩০ শতাংশ।  

ঈদুল আজহার টানা বন্ধে চট্টগ্রাম বন্দর চালু থাকলেও আমদানিকারকরা নিয়মিত পণ্য খালাস না করায় আটকে আছে ৪৩ হাজার ৫০০ টিইইউস কন্টেইনার।

আর বন্দর ব্যবহারকারীরা বলছেন, লকডাউনে কারখানা বন্ধ থাকায় দেরি হচ্ছে পণ্য খালাসে। রপ্তানির জন্য দীর্ঘদিন ধরে পড়ে থাকা কন্টেইনারগুলো সরিয়ে নিলেই ধারণক্ষমতা আরো বাড়বে বলছে বিকডা।  

আরও পড়ুন:


কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গা নিহত

৫ অতিরিক্ত সচিবকে বদলি 

ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

একজন আইনজীবির মৃত্যু ও আমাদের জন্য বার্তা


অর্থনীতিবিদরা বলছেন, বন্দর সচল রাখতে নির্দিষ্ট সময়ে পণ্য খালাসে বাধ্য করতে হবে আমদানিকারকদের।

চট্টগ্রামে ১৯টি বেসরকারি আইসিডিতে কন্টেইনার ধারণ ক্ষমতা ৭৮ হাজার ৭০০ টিইইউস। বন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুত পণ্য খালাস না হলে অচল হয়ে পড়বে চট্টগ্রাম বন্দর।

news24bd.tv নাজিম