গোপন বৈঠক থেকে চট্টগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

গোপন বৈঠক থেকে চট্টগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা গোপন বৈঠক করছিলো বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রাত পৌনে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার আদুরপাড়ায় একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম অংশে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় চান্দগাঁও এলাকার একটি বাসায় গোপন বৈঠকে হানা দিয়ে সংগঠনটির ১৯ জন নেতাকর্মীকে আটক করা হয়। মূলত ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা ছিল তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ। তবে অভিযানের সময় জামায়াত-শিবিরের বেশকিছু নেতাকর্মী পালিয়ে যায়।

আরও পড়ুন:


কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গা নিহত

৫ অতিরিক্ত সচিবকে বদলি 

ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

একজন আইনজীবির মৃত্যু ও আমাদের জন্য বার্তা


তিনি আরও জানান, অভিযানে জামায়াতের চান্দগাঁও থানা উত্তর শাখার আমির হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মো. ইস্কান্দারসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

news24bd.tv নাজিম