ঢাকাফেরত গরু নিয়ে চরম দুর্ভোগ

ঢাকাফেরত গরু নিয়ে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক

এবার কোরবানি উপলক্ষে বেশি দামের আশায় রাজধানীর বিভিন্ন হাটে গরু নিয়ে আসলেও বিক্রি করেতে না পারায় ফেরত নিয়েছেন ব্যবসায়ী-খামারিরা। ঢাকাফেরত এসব গরু এলাকায় ফেরত নেয়ার পর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেকে কসাইয়ের কাছেই অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে ব্যবসায়ী এবং খামারিদের।

পাবনার বেড়া, সাঁথিয়া, সুজানগর, আটঘড়িয়া, ঈশ্বরদী, ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার খামারি ও ব্যবসায়ীরা কোরবানিকে সামনে রেখে বিভিন্ন জাতের গরু পালন করেন। কিন্তু এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় গরুর দাম কম হয়েছে। ফলে এ অঞ্চলের পাঁচ শতাধিক ব্যবসায়ী-খামারি মূলধন হারিয়ে পথে বসার উপক্রম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মওসুমী ব্যবসায়ীরা।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক