মহারাষ্ট্রের ভূমিধসে নিহত বেড়ে ১৯২

মহারাষ্ট্রের ভূমিধসে নিহত বেড়ে ১৯২

অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণের সাথে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনো ১০০ জনের মতো নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সরকারি তথ্যানুযায়ী, প্রদেশের ৯ জেলার ৮৯০ গ্রাম বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।


আরও পড়ুন

বিয়ের আসরেও অফিস করলেন বর

বিধিনিষেধ বাড়বে কিনা জানা গেল সিদ্ধান্ত

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গা নিহত

৫ অতিরিক্ত সচিবকে বদলি 


গতকাল সোমবার পর্যন্ত রায়গড়ে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে।

সাঁতরায় ৪১ জন, রত্নগিরিতে ২১ জন, থানে ১২ জন, কোলাপুরে ৭ জন, মুম্বাইয়ে ৪ জন এবং সিন্ধুদুর্গ-পুনে-ওয়ারদা-আকোলা জেলায় ২ জন করে মারা গেছেন।

গত কয়েক দিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা পানিতে আবদ্ধ রয়েছে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

news24bd.tv/এমিজান্নাত