দিনাজপুরে সপ্তাহব্যাপী শুরু হলো বই মেলা

দিনাজপুরে সপ্তাহব্যাপী শুরু হলো বই মেলা

ফখরুল হাসান পলাশ • দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (৯ মে) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ. কে. এম. রেজাউল করিম।

দিনাজপুর জেলা প্রশাসক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

news24bd.tv

দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গনে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই বই মেলা চলবে সপ্তাহব্যাপী।

 


মেলার ৪৬টি স্টলে ঢাকার বিভিন্ন প্রাকাশনীসহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠন বই বিক্রয় করছে। দিনাজপুরে এমন একটি বই মেলা দেখতে শিক্ষার্থীরা প্রথম দিনেই মেলায় ভিড় জমিয়েছে। ক্লাস বইয়ের পাশাপাশি অন্যান্য বইগুলো জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে তারা।  

আয়োজকরা বলছেন, দেশের অর্থ বছরের ১৫টি বই মেলার মধ্যে সর্বশেষ বই মেলা দিনাজপুরে শুরু হলো।

তবে ভবিষ্যতে এই বই মেলা আরো বড় পরিসরে আয়োজন করা হবে। মেলায় ব্যাপক জনসমাগম আশা করছেন আয়োজকরা।  

তবে আগামীতে স্থানীয়দের জন্য স্টল সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে।

পলাশ/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর