সমুদ্রের অদ্ভুত মাছ ‘বাওস’ মিলল পদ্মায়, বিক্রি সাড়ে ৪ হাজারে

সমুদ্রের অদ্ভুত মাছ ‘বাওস’ মিলল পদ্মায়, বিক্রি সাড়ে ৪ হাজারে

Other

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মিলল সমুদ্রের বিরল মাছ ‘বাওস’। মাছটির ওজন ৪ কেজি ২শ’ গ্রাম।

লম্বায় সাড়ে ৩ ফিট মাছটি মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দৌলতদিয়া ইউনিয়নের কর্ণেশনা কলাবাগান এলাকার অদূরে পদ্মা নদীতে স্থানীয় মৌসুমি মৎস্য শিকারি বাচ্চু শেখের চায়না দুয়ারীতে অদ্ভুত এ মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল চালাকের আড়তে মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১১শ’ টাকা কেজি দরে মোট ৪ হাজার ৬২০ টাকায় মাছটি কিনে নেন।

এ সময় অদ্ভুত মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

মাছ সম্পর্কে ওই ব্যবসায়ী বলেন, বছরের আষাঢ়-শ্রাবণ মাসের দিকে মাঝে মাঝে প্রত্যন্ত অঞ্চলের পদ্মায় মাছটি পাওয়া যায়। মাছটি খুবই সুস্বাদু এবং উপকারী হওয়ায় পরিবারের জন্য কিনেছি। আগেও পদ্মার খাড়িতে এই রকম বাওস মাছ পাওয়া যেত।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝে মধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজন এবং অনেক সুস্বাদু ও দামি হয়। এর ওষধি গুণাগুণ রয়েছে।

আরও পড়ুন:


বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মৃত্যুর তথ্য

গার্মেন্টস খোলার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কখন লকডাউন বাড়ানো লাগবে না জানালেন তথ্যমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ‍মৃত্যুর রেকর্ড


 news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর