খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত এবং স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদাবাজি করা মোঃ শহিদুল ইসলাম খোকন, মোঃ হেলাল উদ্দিন এবং মোঃ আব্দুর রহিমকে উত্তরা আর্মি ক্যাম্প গ্রেপ্তার করেছে। আজ রোববার (১১ মে)বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং ৮ টি মামলার আসামি মোঃ শহিদুল ইসলাম খোকন এবং তার সহযোগী মোঃ হেলাল উদ্দিন ও মোঃ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও চাঁদাবাজির সঙ্গে জড়িত মোঃ শহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে নিয়মিতভাবে খিলক্ষেত বাজার এলাকার বিভিন্ন দোকানপাট থেকে দৈনিক হারে চাঁদা আদায়...
খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। এ ঘটনা তদন্তের জন্য আজ উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কমিটির সদস্যরা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। তারা যেসব বিষয় পর্যালোচনা করবে তা হলো- ক. গত ০৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন। খ. এ...
লুঙ্গি-গেঞ্জি পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক

ছদ্মবেশে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (TG340) তিনি ঢাকা ছাড়েন। দেশ ছাড়ার সময় তিনি লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ইমিগ্রেশন সূত্র জানায়, আবদুল হামিদ তার কূটনৈতিক সুবিধার আওতাধীন লাল পাসপোর্ট (নম্বর: D00010015) ব্যবহার করে দেশ ছাড়েন। উল্লেখ্য, রাষ্ট্রপতি থাকার সময়, ২০২০ সালের ২১ জানুয়ারি ইস্যু করা এ পাসপোর্টটির মেয়াদ রয়েছে ২০৩০ সালের ১ জানুয়ারি পর্যন্ত। যদিও শেখ হাসিনাসহ বর্তমান সরকারের অনেক মন্ত্রী-এমপির লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির পাসপোর্টটি এখনো বহাল রয়েছে। এই ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কড়া প্রতিক্রিয়া...
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগে আ. লীগের প্রচারণা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গ তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিস মাহমুদ জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোন মাধ্যমে যে কোন ধরণের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (১১ মে) সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং তাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর