তিউনিসিয়ায় চলমান সঙ্কটে কারফিউ জারি

তিউনিসিয়ায় চলমান সঙ্কটে কারফিউ জারি

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ায় চলমান সঙ্কটের মধ্যেই আগামী এক মাসের জন্য কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

 দেশটির প্রধানমন্ত্রী হিচার মেচিচির সরকারকে বরখাস্তের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সাঈদ।

মঙ্গলবার প্রেসিডেন্টের এক বিবৃতিতে জানানো হয়, ২৭ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কারফিউ চলবে। সেই সাথে উন্মুক্ত স্থানে জনসমাগম পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:


করোনাকালে ইমিউনিটি বাড়াবে মৌরি চা

আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেসব কাজে প্রতিযোগিতা করা উচিত

ফজিলতপূর্ণ সূরা আল নাস

টি-স্পোর্টসে আজকের খেলা

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের সীমানা ছাড়িয়ে দেশের নানা জায়গায় চলছে বিক্ষোভ।

এদিকে, দেশটির বর্তমান সঙ্কটপূর্ণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সাথে দেশটিতে গণতন্ত্র পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ইইউ।

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক