পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা' রাখার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতার

পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা' রাখার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতার

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদলে ‘বাংলা’রাখার বিষয়টি বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বিধানসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথম বৈঠক করলেন মমতা। যা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছিল।

আরও পড়ুন:


করোনাকালে ইমিউনিটি বাড়াবে মৌরি চা

আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেসব কাজে প্রতিযোগিতা করা উচিত

ফজিলতপূর্ণ সূরা আল নাস

টি-স্পোর্টসে আজকের খেলা

বৈঠকের পর সাংবাদিকদের মমতা বলেন, জনসংখা বেশি হলেও অন্য রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পাওয়ায় পশ্চিমবঙ্গে আরও টিকার প্রয়োজনের কথা মোদিকে জানিয়েছেন তিনি। এছাড়াও অনেকদিন ধরে পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি পড়ে থাকায় এ ব্যাপারে বিবেচনা করে দেখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

news24bd.tv রিমু

 

এই রকম আরও টপিক