আজ হতে পারে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

আজ হতে পারে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

অনলাইন ডেস্ক

আজ শুরু হতে পারে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।  

ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়ার করোনা পজেটিভ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। এতে ক্রুনাল পান্ডিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়।

এমতাবস্থায় বাধ্য হয়েই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কলম্বোয় শুরু হওয়ার কথা ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন ভারতের আরও আট জন ক্রিকেটার। তাদের প্রত্যেককেই হোটেল রুমে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:


করোনাকালে ইমিউনিটি বাড়াবে মৌরি চা

বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা

পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা' রাখার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতার

টি-স্পোর্টসে আজকের খেলা

এদিকে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের কারও করোনা পজিটিভ আসেনি। তবে তাদের আবার বুধবার সকালে টেস্ট করানো হবে। দুই দলের টেস্টে নেগেটিভ হওয়া সাপেক্ষে আজকের ম্যাচটি বুধবার মাঠে গড়াতে পারে। অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার টানা দুদিন দুটি ম্যাচ হবে এখন।

যদিও তাতে মূল শিডিউলের মধ্যেই খেলা শেষ করা যাবে। কিন্তু সব ঝামেলা শেষ করে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দেশের বিমান ধরতে পারবে না ভারতীয় দল।

news24bd.tv রিমু