উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে গোসল করতে নেমে রাইয়ান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল বিকেলে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাইয়ান বড় পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।   

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, ঢাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন।

গতকাল দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এসময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন:


এবার তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট

মাহফুজ আনামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ

গ্রামীণফোনকে হু্মায়ূন পরিবারের আইনি নোটিশ


পরে স্বজনরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে।

রাইয়ানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

news24bd.tv নাজিম