করোনা: নেত্রকোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৮৮

করোনা: নেত্রকোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৮৮

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৭ জন মারা গেলেন। মারা যাওয়া ওই দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ সকালে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দুইজন মৃত্যু ছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮১ জন এবং অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:


এবার তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট

মাহফুজ আনামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ

গ্রামীণফোনকে হু্মায়ূন পরিবারের আইনি নোটিশ


সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার ২১২ জনের নমুনা পরীক্ষায় যে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৫৭ জন পুরুষ ও ৩১ জন নারী রয়েছেন।

এর মধ্যে সদর উপজেলার ২৬ জন, মোহনগঞ্জের ৯ জন, কেন্দুয়ার ৯ জন, দুর্গাপুরের ১৯ জন, মদনের দুজন, আটপাড়ার ৫ জন, বারহাট্টার দুজন, পুর্বধলার ১৩ জন এবং কলমাকান্দার তিনজন রয়েছেন।

news24bd.tv নাজিম