আজ জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক

আজ জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক

অনলাইন ডেস্ক

জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতক। এর প্রভাবে টোকিও এবং এর আশপাশের এলাকায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আজ বুধবার দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আনুমানিক বিকেল ৩টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে।

আরও পড়ুন:


রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে যা বললেন সোফিয়া

বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা

পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা' রাখার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতার

ঠাকুরগাঁওয়ে বিরল রোগে আক্রান্ত একই পরিবারের তিন শিশু

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশপাশের এলাকায় গতকাল মঙ্গলবার তীব্র বাতাসসহ বৃষ্টি হয়।

ঘূর্ণিঝড়ের কারণে টোকিও অলিম্পিকে ইতোমধ্যে আর্চারি ও সার্ফিংসহ আরও কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  

news24bd.tv রিমু